হেলমেটের নানা ব্যবহার সর্ম্পকে জেনে নিন
মোটর সাইকেল চালানোর সময় তো সবাই হেলমেট ব্যবহার করেই থাকেন ।
এছাড়াও যেসব ক্ষেত্রে হেলমেট ব্যবহার করা যায়ঃ
♦ পেঁয়াজ কাটার সময় চোখের পানিতে একাকার? হেলমেট পরে পেঁয়াজ কাটতে পারেন। চোখের পানির জামেলা শেষ।
♦লজ্জার ভয়ে কোন কাজ করতে পারছেন না? হেলমেট তো আছেই আপনার পাশে।ব্যবহার করতে পারেন কেউ চিনতে পারবেনা আপনাকে।
♦ ফুটবল খেলায়ও হেলমেট ব্যবহার করতে পারেন। হেডের সময় মাথায় আঘাত পাওয়ার ঝুকি শেষ।
♦ কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার চিন্তা করছেন ? আকস্মিক চর টর থেকে বাঁচতে হেলমেট ব্যবহার করতে পারেন।
♦প্রেমিকার বাসার সামনে যাবেন? হেলমেট পরে যেতে পারেন কেউ চিনবেনা আপনাকে।
হেলমেটের নানা ব্যবহার সর্ম্পকে জেনে নিন
Reviewed by GoldLink
on
আগস্ট ১৩, ২০১৮
Rating:
Reviewed by GoldLink
on
আগস্ট ১৩, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
thank you