আদার চায়ের ১০ টি সেরা গুন
১. শ্বাস কষ্ট : অনেকেই বিভিন্ন কারনে
শ্বাস কষ্টে ভূগেন। শ্বাস কষ্ট কমাতে সাহায্য করে আদা যুক্ত চা। একই সাথে ফুসফুসের সমস্যাও দূর করতে সাহায্য করে।
২. মানসিক চাপ : মানসিক চাপ কমাতেও অাধা চা সাহায্য করে। বিশেষঙ্গরা বলেন চা পাতা ও আধার ঘ্রান মানসিক চাপ দূর করে।
৩. রোগ প্রতিরোধ : দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।নিয়মিত আদা চা দেহে রক্ত সঞ্চালনের গতি স্বাভাবিক রাখে।
৪. ব্যাথা : দেহের পেশি ও হাড়ের ব্যাথা সারাতে আদা কার্যকর ভূমিকা রাখে।তাই ব্যাথা হলে চায়ের সাথে অাদা খাওয়া ভালো।
৫. সর্দি কাশি : সর্দি কাশি উপশমে আদা চা অনেক উপকারি।শ্বাসকষ্ট ও কফ কমাতে সাহায্য করে।
৬. সতেজতা : অবসাদ দূর করে শরীর ও মনকে চাঙ্গা করতে অাদা চা খুবই উপকারি।
৭. বিষাক্ত পদার্থ অপসারন : আদায় আছে এমন ঔষধি গুন যা দেহে জমে থাকা
বিষাক্ত পদার্থকে অপসারন করতে সাহায্য করে।
৮. ত্বকের দাগ : দাগ পড়া ত্বক সরাতে এবং কোষ তৈরি করতে আাদা চা সাহায্য করে।
৯. উষ্ণতা : আদা চা ঠান্ডায় দেহের তাপমাএা বৃদ্ধি করে।
১০. হজম ও রূচি বৃদ্ধি : আদা চা হজমেও সাহায্য করে। এনজাইম নিৎসরন করে পরিপাকে সাহায্য করে এবং খাবারে অনিহা দূর করে।
আদার চায়ের ১০ টি সেরা গুন
Reviewed by GoldLink
on
আগস্ট ০৮, ২০১৮
Rating:
Reviewed by GoldLink
on
আগস্ট ০৮, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
thank you