বাংলাদেশের সকল নার্সরা এই ধর্ষনকারীদের ফাসি চায়। বিস্তারিত দেখুন।





শাহিনুর আক্তার তানিয়া ঢাকার ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট থেকে ২০১৭ সালে নার্সিং ডিপ্লোমা শেষ করে এবং ইবনে সিনা  হাসপাতালেই চাকরি নেন।
বাড়িতে যাওয়ার উপলক্ষে সোমবার বিকালে তিনি এয়ারপোর্ট কাউন্টার থেকে টিকিট নিয়ে স্বর্ণলতা পরিবহনে উঠেন। স্বর্ণলতা বাস মহাখালী-থেকে কটিয়াদী হয়ে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করে। পিরিজপুর থেকে তার বাড়ির দূরত্ব মাত্র ১০মিনটের রাস্তা। শাহিনুর বিকালে বাসে উঠার পর থেকে তার পিতা এবং ভাইদের সাথে মোবাইল ফোনে বেশ কয়েকবার কথা হয়।


রাত ৮টার দিকে তিনি যখন মঠখোলা বাজার অতিক্রম করেন তখন তার পিতার সাথে ফোনে জানান, আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌছতে পারবেন। তার পিতা তখন এশা এবং তারাবির নামাজের জন্য মসজিদে যাচ্ছেন। সাড়ে আটটার দিকে বাসটি কটিয়াদী বাসস্ট্যান্ডে পৌছলে তখনো তার ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়; তখন বলেন আর মাত্র পাঁচ সাত মিনিট লাগবে পিরিজপুর পৌছতে। কিন্তু কটিয়াদী বাসস্ট্যান্ডে বাসের সমস্ত যাত্রী নেমে যায়।


গাড়ির ড্রাইভার এবং হেলপার কৌশলে কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে তার সাথের চার-পাঁচজনকে যাত্রীবেশে গাড়িতে তোলেন। কটিয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে দুই কিলোমিটার দূরবর্তী ভৈবর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া জামতলী নামক নিরব জায়গায় শাহিনুরকে জোরপূর্বক চলন্ত গাড়িতে ধর্ষণ করে এবং গলায় ওড়না প্যাচিয়ে তাকে হত্যা করে বলে স্বজনরা ধারণা করছেন। তার মৃত্যুর পর ধর্ষণকারীরা রাত পৌনে এগারটার দিকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে এনে দুর্ঘটনা কথা বলে লাশ ফেলে রেখে যায়।


সোসাল মিডিয়া ফেসবুকে তীব্র  নিন্দা জানিয়ে
বাংলাদেশের সকল নার্সরা এই ধর্ষনকারীদের ফাসি চায়।
বাংলাদেশের সকল নার্সরা এই ধর্ষনকারীদের ফাসি চায়। বিস্তারিত দেখুন। বাংলাদেশের সকল নার্সরা এই ধর্ষনকারীদের ফাসি চায়। বিস্তারিত দেখুন।      Reviewed by GoldLink on মে ০৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

thank you

Blogger দ্বারা পরিচালিত.