নার্সিংয়ের দুই ছাত্রী লাঞ্ছিত হওয়ায় তোলপাড় জামালপুরের সদর হাসপাতাল ও নার্সিং এসোসিয়েশন।
GoldLink
আগস্ট ০৭, ২০১৯
জামালপুর নার্সিং ইন্সটিটিউটের দুই ছাত্রী লাঞ্চিত হয়েছে ওই হাসপাতালের ফার্মেসী
বিভাগের কর্মচারীদের দ্বারা।প্রতিবাদে রবিবার সকাল থেকে হাসপাতালের ওয়ার্ডে কর্মবিরতি ও ইন্সটিটিউটের ক্লাস বর্জন করে শতাধিক ছাত্রী ফার্মেসি বিভাগ ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেছেন । এই ঘটনায়
জড়িত রয়েছেন একজন ফার্মাসিস্ট ও দু’জন পিয়ন । ছাত্রীরা তার প্রতিবাদ
জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে জড়িত থাকা ওই তিন কর্মচারীকে সাময়িক অব্যাহতি দেন তিনদিনের
জন্য। এই
প্রতিবাদের ফলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে প্রায় তিন ঘণ্টা চিকিৎসাসেবা বিঘ্নিত হয়। এতে ওয়ার্ডে থাকা রোগীদের চিকিৎসাসেবা
পেতে অনেক সমস্যা হয় । কারন জামালপুর নার্সিং ইন্সটিটিউটের তিন ব্যাচের ১৪২ জন ছাত্রী পালাক্রমে সকালে ছয় ঘন্টা,
বিকালে ছয় ঘন্টা ও রাতে ১২ ঘন্টা করে স্টাফ নার্সদের সাথে ডিউটি করে আসছেন । নার্স ছাত্রী ছাড়া পুরো হাসপাতাল
শুধুমাত্র স্টাফ নার্স দিয়ে চালানো প্রায় অসম্ভব। জামালপুর নার্সিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের অসুস্থ ছাত্রী তানজিনা আক্তার ও আমেনা আক্তার কেয়া গত শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসকের কাছ থেকে স্লিপ নিয়ে ফার্মেসি বিভাগে ওষুধ নিতে যান।
নার্সিংয়ের দুই ছাত্রী লাঞ্ছিত হওয়ায় তোলপাড় জামালপুরের সদর হাসপাতাল ও নার্সিং এসোসিয়েশন।
Reviewed by GoldLink
on
আগস্ট ০৭, ২০১৯
Rating:
Reviewed by GoldLink
on
আগস্ট ০৭, ২০১৯
Rating:












