কেন বাংলাদেশের নার্সরা বঞ্চিত ?? বিস্তারিত দেখুন।




প্রতিনিয়ত রোগীরা তাদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তার কারন হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত পরিমান নার্স নেই।

 কারন হল আমাদের দেশের সরকারী প্রতিষ্ঠান  এবং প্রাইভেট প্রতিষ্ঠান গুলো, প্রত্যেকটি প্রাইভেট প্রতিষ্ঠান গুলো খুবই  কম নার্স দিয়ে কাজ শেষ করতে চায়। তার কারন হল তারা বেশি পরিমানে প্রপিট নিতে চায়,
আর সরকারি প্রতিষ্ঠানের কথা বাদই দিলাম, কারন সেখানে চিকিৎসা হয় বলে আমার মনে হয় না,
কারন যেখানে লাগবে ১০ জন নার্স সেখানে  আছে মাত্র ১ জন নার্স, তাহলে রোগীরা চিকিৎসা পাবে কি করে?

World Health Organization (WHO) এর মতে প্রতি ১ জন ডাক্তার এর সাথে ৩ জন নার্স,  কিন্তু আমাদের দেশে তার উল্টো,  প্রতি ২ জন ডাক্তার এর জন্য ১ জন নার্স, আর সেজন্যই আমাদের দেশে গরীব ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়। একজন মানুষ তখনই দেশের কাজে আসবে যখন সে সুস্থ থাকবে।

আমাদের দেশের সরকারের সেই বিষয় গুলো বুজা উচিৎ,  নার্সিং খাত উন্নত করতে হবে, তাহলেই দেশের উন্নতি হবে, সরকারি প্রতিষ্ঠান গুলোতে পর্যাপ্ত পরিমান নার্স নিয়োগ দিয়ে দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষ গুলোর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

আমাদের দেশে নার্সের সংখ্যা অনেক কম,
তারপর ও আমরা যারা নার্সিং পেশার সাথে জড়িত আছি তারা চাকুরী নিয়ে খুবই সমস্যায় আছি। তাই চিকিৎসার মান উন্নয়ন করতে নার্সদের পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে, তা না হলে আমাদের দেশে নার্সিং এর মান কোনোদিন ও উন্নত হবে না।
আর এই উন্নতি শুধুমাত্র সরকারই করতে পারবে না, তার জন্য নার্স সমাজকেও সরকারের  পাশে দাড়াতে হবে, পুরো বাংলাদেশের  সকল নার্সকে একতা বদ্ধ হয়ে কাজ করতে হবে।

পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
কেন বাংলাদেশের নার্সরা বঞ্চিত ?? বিস্তারিত দেখুন। কেন বাংলাদেশের নার্সরা বঞ্চিত ?? বিস্তারিত দেখুন।      Reviewed by GoldLink on মে ১৪, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

thank you

Blogger দ্বারা পরিচালিত.