নার্সিং ও মিডওয়াইফ নিয়োগে আগামী বার থেকে সকল নিয়ম কানুন পরিবর্তন করা হয়েছে।
আগামী বিপিএসসি এর নার্সিং ও মিডওয়াইফ নিয়োগে পরীক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন হয় তা হল,
১. প্রথমে ১০০ মার্কস এর MCQ পরীক্ষা হবে।
২. প্রতিটা MCQ এর জন্য ১ মার্ক থাকবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা যাবে।
৩. MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ মার্কসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
৪. লিখিত পরীক্ষায় যারা নির্বাচিত হবে
তাদেরকে ৫০ মার্কসের ভাইভা পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫.সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে পদ সংখ্যা অনুযায়ী নির্বাচিত হবে।
==MCQ পরীক্ষার বিষয় সমূহঃ
১. বাংলা- ২০
২. ইংরেজি- ২০
৩. সাধারণ জ্ঞান - ২০
৩. নার্সিং টেকনিক্যাল- ৪০
মোট= ১০০ মার্কস
==লিখিত পরীক্ষার বিষয় সমূহঃ
১. বাংলা- ৪০
২. ইংরেজি- ৪০
৩. সাধারন জ্ঞান- ৪০
৩. নার্সিং টেকনিক্যাল- ৮০
মোট= ২০০ মার্কস
সামগ্রিকভাবে ৪৫% মার্কে পাশ এবং নার্সিং টেকনিক্যাল এ ৩০% মার্কস পেতে হবে ...
==ভাইভা- ৫০ মার্কস
পাশ নম্বর- ৪০%
যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই পড়ার বিকল্প কিছুই নাই.. তাই পড়াশোনা শুরু করে দিন সবাই...
(তথ্য সূত্র- বিপিএসসি)
নার্সিং এর সরকারি নিয়োগের নীতি পরিবর্তন করা হয়েছে।
Reviewed by GoldLink
on
মে ১২, ২০১৯
Rating:
Reviewed by GoldLink
on
মে ১২, ২০১৯
Rating:

Highly admirable approach! কিন্তু শুধু মাত্র পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করলে হবে না! নিয়োগে কৌটা দিয়ে যে সামঞ্জস্য করা হয় সেটা বাতিল করতে হবে। বি.এস.সি. নার্সেস ও ডিপ্লোমা নার্সেস এর যেই বিভেদ রাখা হয়েছে, % দিয়ে ভাগ করা হচ্ছে সেই % চাই না!! বিএসসি দের জন্য ১০% নিয়োগের নিয়ম বাতিল করতে হবে। সবাই প্রতিযোগিতা করুক সমান তালে। যে এগিয়ে থাকবে যোগ্যতায়, সে চাকরি পাবে।
উত্তরমুছুনExamination kbe hote pare plz
উত্তরমুছুন